নতুন ছবি 'শাবাশ মিঠু'-র প্রচার সারতে তাপসী পান্নু হাজির হলেন কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র ইডেন গার্ডেন্স-এ। শুধু কী তিনি? সঙ্গে ছিলেন তাঁর হাত ধরে তিনি হয়ে উঠেছেন মিঠু, সেই সৃজিত মুখোপাধ্যায়। আর হ্যাঁ, অবশ্যই রইলেন বাস্তবের মিঠু অর্থাৎ মিতালি রাজ। ১৫ জুলাই মুক্তি পাচ্ছে সৃজিত পরিচালিত 'শাবাশ মিঠু'। ইডেনে এসে মিতালি বললেন, 'ইডেন গার্ডেন্স ক্রিকেটের অন্যতম আঁতুরঘর।' মিতালি বললেন, 'শাবাশ মিঠু-র প্রচারে ভালো লাগছে এখানে এসে।' আর ছবির মিঠু অর্থাৎ তাপসী বলছেন, 'ইডেন গার্ডেন্সের অনেক ম্যাচ টিভিতে দেখেছি। আজ এখানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে।' তাপসী বলছেন, 'কখনও ভাবিনি একটা ছবির প্রচারে এখানে আসব। খেলার দুনিয়ার এই জায়গাটার ইতিহাস বোঝা আর জানা সত্যিই এতটা অনন্য অভিজ্ঞতা।' পরিচালক সৃজিত বলছেন, 'আমার মনে হয়, সবসময় ইনিংস ঘরের মাঠ থেকেই শুরু করা উচিত। এখানে ছবির প্রচারে আসতে পারা একটা অন্যরকম অভিজ্ঞতা।' ভায়াকম ১৮ স্টুডিও এই 'শাবাশ মিঠু' ছবিটি প্রযোজনা করছে। ২৩ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ৮ জুন ২০২২, ইতি টেনেছেন মিতালি রাজ। ১৯৯৯ সালে ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয় মিতালির। ২৩২ ম্যাচে ৭৮০৫ রান করেছেন।