আগামী ২৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'এক ভিলেন রিটার্নস', নির্মাতাদের পক্ষ থেকে ছবির মুক্তির দিনটিকে 'ভিলেনটাইন্স ডে' বলা হচ্ছে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। যেখানে দর্শকদের মনে প্রশ্ন জেগেছে যে, ছবিতে ভিলেন নারী নাকি পুরুষ? ছবির বহু প্রতীক্ষিত গান 'গলিয়াঁ রিটার্নস'ও ইতিমধ্যেই দর্শক মনে প্রভাব ফেলেছে আজ ছবির প্রচারে দেখা গেল তারকাদের, মুম্বইয়ে ছবির প্রচারে হাজির ছিলেন তারকারা মুম্বইয়ে 'এক ভিলেন রিটার্নস' ছবির প্রচারে হাজির ছিলেন অর্জুন কপূর, তারা সুতারিয়া এবং দিশা পাটানি ছবিতে এই তিন তারকা ছাড়াও দেখা যাবে জন আব্রাহামকে, মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি কিন্তু ছবির প্রচারে এদিন দেখা গেল না জন আব্রাহামকে, কী কারণে হাজির থাকলেন না জন? বেশ কিছু বছর আগে মুক্তি পাওয়া 'এক ভিলেন' ছবির সিক্যুয়েল 'এক ভিলেন রিটার্নস' প্রথম ছবিতে মুখ্য চরিত্রে দেখা যায় সিদ্ধার্থ মলহোত্র, শ্রদ্ধা কপূর ও রীতেশ দেশমুখকে প্রথম ছবির ব্যাপক সাফল্যের পর পরবর্তী ছবিকে ঘিরে প্রত্যাশা রয়েছে নির্মাতা থেকে অনুরাগীদের