হাজির বিশাল কেক, জন্মদিনের আনন্দে মাতলেন অভিনেত্রী ইধিকা পাল। সোশ্যাল মিডিয়ায় নিজের জন্মদিনের খুঁটিনাটি ভাগ করে নিয়েছেন ইধিকা। ইধিকার জন্মদিনে হাজির ছিলেন বন্ধুরা, সবার সঙ্গেই ছবি শেয়ার করেন ইধিকা। বর্তমানে ধারাবাহিক 'পিলু'-তে রঞ্জা ওরফে রঞ্জিনীর ভূমিকায় অভিনয় করছেন তিনি। এর আগেও ছোটপর্দায় একাধিক চরিত্রে দর্শকদের মন জয় করেছেন ইধিকা। জন্মদিনে লাল কালো গাউনে সেজেছিলেন ইধিকা। বার্থডে গার্ল লেখা গোলাপি রিবন পরেই কেকে ছুরি চালান ইধিকা, হাজির ছিলেন বন্ধুরা। সোশ্যাল মিডিয়ায় ইধিকাকে শুভেচ্ছা জানান অনুরাগীরা।