অল্প বয়সেই সাফল্য পেয়েছেন, জীবনযাত্রাতেও বেশ ‘বোল্ড’ কোনও কিছু নিয়েই লুকোছাপা নেই শ্রীদেবী-কন্যা জাহ্ণবী কপূরের তাই ব্যক্তিগত জীবন নিয়েও এ বার মুখ খুললেন জাহ্ণবী জানালেন, দোকা নয়, আপাতত একাই তিনি কিন্তু সবসময় ভাল লাগে না, বড্ড একলা বোধ করেন জাহ্ণবী জানান, কেউ তাঁকে সঙ্গ দেওয়ার প্রস্তাব দেননি! জাহ্ণবীর মতে, তাঁর সঙ্গে ঘনিষ্ঠতায় ভয় রয়েছে অনেকের ভবিষ্যতের কাছের মানুষকে বার্তাও দিয়ে রেখেছেন জাহ্ণবী তাঁর সাফ কথা, তাঁকে হাসালে, তিনিও হাসাবেন প্রিয়জনকে তাঁর সঙ্গে প্রেম করলে নাকি আক্ষেপ থাকবে না কারও!