প্রেমের গান তৈরিতে একত্রিত হল তিন দেশের সঙ্গীতশিল্পীরা। তৈরি হল প্রেমের ব্যালাড 'হয়ে আছি তোর'। জোনাই সিংহ ও 'জেএসই মিউজিক' তাদের সর্বশেষ বাংলা অরিজিন্যাল গান রিলিজ করেছে। মুক্তি পেয়েছে 'হয়ে আছি তোর'। এই মনভোলানো গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় মহতিম শাকিব। এই প্রেমের গানে দেখা যাবে সকলের পছন্দের জুটি জন ভট্টাচার্য ও সঞ্জনা বন্দ্যোপাধ্যায়কে। এই প্রথমবার, তিন দেশ অর্থাৎ ভারত, বাংলাদেশ ও আমেরিকা একসঙ্গে সম্পন্ন করল এক সুরেলা সফর। তৈরি হল 'হয়ে আছি তোর'। 'হয়ে আছি তোর' এমন এক প্রেমের গল্প বলবে যেখানে আনন্দ ও দুঃখ একসঙ্গে বসত করে। সত্যি ভালবাসা, উপলব্ধি হোক বা না হোক, আমাদের হৃদয়ের অন্তরালে চিরকাল রয়ে যায়। বিখ্যাত জুটি জন ও সঞ্জনা, খুবই সাবলীল ভঙ্গীতে পর্দায় সেই রসায়ন ফুটিয়ে তুলেছেন। তাঁদের সর্বশেষ সৃষ্টি সম্পর্কে বেশ ইতিবাচক গানের ক্রিয়েটিভ ডিরেক্টর ও প্রযোজক জোনাই সিংহ। এই গান মুক্তি পেয়েছে 'জেএসই মিউজিক'-এর ইউটিউব চ্যানেলে।