শ্যুটিং শেষে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হলেন অভিনেতা রণবীর কপূর। মুম্বইয়ে এদিন তাঁকে ফ্রেমবন্দি করলেন পাপারাৎজিরা। সাদা টি-শার্ট, চেক শার্ট, ডেনিম জিন্সে রণবীর ধরা পড়লেন। সেই সঙ্গে কালো টুপি, মুখে কালো মাস্ক। সম্প্রতি মুক্তি পেয়েছে রণবীরের 'শামশেরা' ছবিটি। তবে বক্স অফিসে বিশেষ সাফল্য লাভ করতে পারেনি এই ছবি। তবে এখন একের পর এক ছবি রয়েছে রণবীরের হাতে। আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে 'ব্রহ্মাস্ত্র: পার্ট ১'। এই প্রথম বড়পর্দায় একসঙ্গে জুটি বাঁধবেন নব দম্পতি রণবীর-আলিয়া। এছাড়া রণবীরকে শ্রদ্ধা কপূর ও রশ্মিকা মান্দান্নার সঙ্গেও জুটি বাঁধতে দেখা যাবে। চলতি বছরের ১৪ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েন রণবীর ও আলিয়া। তাঁদের সন্তান আসার খবরও শেয়ার করেছেন।