মুম্বইয়ের জুহুতে ক্যামেরাবন্দি দুই তারকা ফ্রেমবন্দি সলমন খান ও চিরঞ্জীবি 'গডফাদার' ছবির প্রচারে হাজির দুই তারকা বাদামী প্যান্ট, সাদা জামার ওপর সবুজ জ্যাকেটে নজরকাড়া সলমন অন্যদিকে নীল স্যুটে পারফেক্ট জেন্টলম্যান চিরঞ্জীবি আপাতত শিরোনামে দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর আগামী ছবি 'গডফাদার' সেই ছবিতে বিশেষ অংশে দেখা যাবে বলিউডের ভাইজান সলমন খানকে সেই গানের নৃত্য পরিচালনা করবেন জনপ্রিয় শিল্পী প্রভু দেবা এই ছবি মালয়লম ছবি 'লুসিফার'-এর অফিসিয়াল তামিল সংস্করণ রাজনৈতিক ড্রামা ঘরানার ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন মোহন রাজা