লাল সোনালি সাবেক সাজ, খোঁপায় জড়ানো ফুলের মালা, পঞ্চমীর রাতে মিমি চক্রবর্তী যেন ঘরের মেয়ে। আবাসনের পুজো উদ্বোধন হল নায়িকার হাতেই। বাবা মায়ের সঙ্গে পুজোর আনন্দে সামিল নায়িকা। পুজোর সময় তৃণমূল সাংসদ হামেশাই ধরা দেন ঘরের মেয়ে হয়ে। হাত লাগান আবাসনের পুজোর সমস্ত কাজেই। এই সময়টা কসবার আবাসনের পুজোয় সময় কাটান তিনি। জলপাইগুড়ির বাড়ি থেকে আসেন বাবা-মা। এই আবাসনেই ধুনুচি নাচের তালে মেতে উঠতে দেখা যায় অভিনেত্রীকে। অন্যথা হল এই বছরেও। এই বছর ফিতে কেটে পুজোর উদ্বোধন করেন মিমিই। ঠাকুর মুখ থেকে সরানো হয় আবরণ। মঞ্চে উঠে মাইক নিয়ে সবার উদ্দেশে কিছু কথাও বলেন মিমি। ব্যাকগ্রাউন্ডে বাজে মিমিরই গলাতে পুজোর নতুন গান। সদ্য মুক্তি পেয়েছে মিমির পুজোর নতুন গান। মিমির ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে এই গান। গতবছর এই আবাসনের পুজোতেই ধুনুচি নাচ করেছিলেন মিমি। প্রিয় অভিনেত্রীকে দেখে ভিড়ও জমেছিল। মায়ের সঙ্গেই পা মিলিয়েছিলেন অভিনেত্রী নাচের তালে।