টেংরির স্যুপের কোলাজেন এবং জিলেটিন অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখে।
Image Source: Freepik
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে টেংরির স্যুপ।
Image Source: Freepik
আর্জিনিন, গ্লুটামিনের মত অ্যামাইনো অ্যাসিড, অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে এই স্যুপে।
Image Source: Freepik
স্যুপ খেলে যে কোনও সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে পারেন।
ত্বকের জেল্লা বজায় রাখতেও এই টেংরির স্যুপের জুড়ি নেই। (লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। মেনে চলার আগে অবশ্যই বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।)