চকোলেট ভালবাসেন? তাহলে ঘুরে আসতেই পারেন এবিপি আনন্দ খাইবার পাসে। ১০ বছরে এবিপি আনন্দ খাইবার পাস হাজির করেছে বিভিন্ন চকোলেটের সম্ভার, স্বাদেও বিশেষত্ব। রঙিন রাংতায় মোড়া চকোলেট যেমন দেখতে অপূর্ব, তেমনই স্বাদেও বেশ অন্যরকম। চকোলেটের পাশাপাশি রয়েছে রেড ভেলভেট, চকোলেট ও বিভিন্ন স্বাদের মুজ। ওপরে ভ্যানিলা ক্রিমের টপিং। রয়েছে কেক ও চকোলেটের তৈরি বিভিন্ন স্বাদের আইসক্রিম চকোলেট। সাজানো বিভিন্ন স্বাদের জেমস দিয়ে। চকোলেট ফাউন্টেন জিভে জল আনবেই। এতে ডুবিয়ে খেতেই পারেন চকোলেট বা মার্সম্যালো। চকোলেটের মধ্যে ওয়াইন বা হুইস্কির স্বাদ। চেখে দেখতে পারেন ভিন্ন স্বাদের এই চকোলেট। ডোনাট ভালবাসেন? খাইবার পাসে রয়েছে বিভিন্ন স্বাদের ডোনাট, দেখতেও লোভনীয়। চেখে দেখতে পারেন এই হোয়াইট চকোলেট ডোনাট। দামও সাধ্যের মধ্যে কেক-পেস্ট্রির প্রচুর সম্ভার রয়েছে খাইবার পাসে, ইচ্ছা হলে স্বাদ নিতে পারেন আপনিও।