আজ জন্মদিন বলিউড অভিনেত্রী প্রীতি ঝাঙ্গিয়ানির, একনজরে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য

মালায়লম ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করেন প্রীতি, হিন্দি ছবির সঙ্গে সঙ্গে দক্ষিণী বহু ছবিতে দেখা গিয়েছে তাঁকে

'মহব্বতে' ছবি দিয়েই বলিউড পা রাখেন প্রীতি, এই ছবির জন্য তিনি দর্শকের নজর কাড়েন

'আওয়ারা পাগল দিওয়ানা', 'বাজ এ বার্ড ইন ডেঞ্জার'-এর মতো ছবিতে অভিনয় করেছেন

তামিল , তেলুগু, কন্নড়, মালায়লম, পঞ্জাবি, রাজস্থানি, উর্দু, ছাড়াও বাংলা ছবিতেও দেখা গিয়েছে তাঁকে

বাংলা ছবি 'মিসটেক'-এ অভিনয় করেন প্রীতি। এই ছবিতে তাঁর সঙ্গে বিক্রম চট্টোপাধ্যায়, ইন্দ্রাণী হালদার এবং টলিউডের আরও অনেককে দেখা যায়

স্কুলের পড়াশোনা শেষ করে কলেজে ভর্তি হলেও গ্র্যাজুয়েশন করেননি প্রীতি জাঙ্গিয়ানি

কলেজে ভর্তি হওয়ার পর কোনও কারণে তিনি পড়াশোনা ছেড়ে দেন

অভিনেতা প্রবীণ দাবাসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রীতি, তাঁর দুই সন্তান রয়েছে

'মহব্বতে' তাঁকে যে জনপ্রিয়তা এনে দিয়েছিল, তা পরবর্তীকালে কোনও ছবি থেকেই খুব বেশি পাননি তিনি