মুক্তির অপেক্ষায় 'ধোকা রাউন্ড ডি কর্নার'। দিন কয়েক আগে ছবির নির্মাতারা একটি অ্যানিমেটেড ভিডিও-সহ ছবির মুক্তির তারিখ ঘোষণা করেন। প্রকাশ্যে আসে ছবির প্রথম কিছু ঝলক। এবার আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল ছবির টিজার। বহু প্রতীক্ষার পর 'ধোকা রাউন্ড ডি কর্নার' ছবির টিজার প্রকাশ পেল। টিজার প্রকাশ্যে আসতে দর্শকদের প্রত্যাশা দ্বিগুণ হয়েছে। এদিনের অনুষ্ঠানেও 'ধমাকা'র সঙ্গে প্রবেশ করেন কলাকুশলীরা। একটা বিশাল কাচের দরজা ভেঙে প্রবেশ করেন সকলে। টিজার পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, 'এরা কি সকলে সত্যি কথা বলছেন? বিশ্বাস করা মুশকিল হয়ে পড়ছে।' এটি বহু দৃষ্টিকোণযুক্ত দ্রুত লয়ের ছবি যা একটি শহুরে দম্পতির সঙ্গে অন্যান্য আকর্ষণীয় চরিত্রের উপর ভিত্তি করে তৈরি। উল্লিখিত দম্পতির জীবনের একটি দিনের যাত্রার মধ্য দিয়ে দর্শকদের নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। গুলশন কুমার এবং 'টি-সিরিজ ফিল্মস প্রোডাকশন' এই ছবি উপস্থাপন করছেন। ভূষণ কুমার, কৃষাণ কুমার, ধর্মেন্দ্র শর্মা এবং বিক্রান্ত শর্মা প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন কুকি গুলাটি। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৩ সেপ্টেম্বর।