'বাহুবলী-২'-তে বাহুবলীর মাকে মনে আছে? পর্দার শিবগামীর অভিনয়ে পর্দায় অন্য মাত্রা পেয়েছিল ছবিটি। অভিনেত্রী আসল নাম রামেয়া কৃষ্ণন। প্রধানত তেলুগু ও কন্নড় ছবিতে অভিনয় করেছেন রামেয়া। ৫টি ভাষায় ২৬০টিরও বেশি ছবিতে ইতিমধ্যেই অভিনয় করে ফেলেছেন তিনি। 'পদয়াপ্পা' ছবিতে নীলাম্বরির ভূমিকায় অভিনয় করে সেরা অভিনেত্রীর খেতাব জিতে নিয়েছিলেন রামেয়া। এছাড়াও তিনি অভিনয়ের জন্য একাধিক পুরস্কার পেয়েছেন। ১৯৭০ সালে বর্তমান চেন্নাইতে জন্ম হয় রামেয়ার। মাত্র ১৩ বছর বয়স থেকে অভিনয় শুরু করেছিলেন এই অভিনেত্রী। তাঁর প্রথম ছবি ছিল মালায়লিতে। অন্যান্য ভাষার সঙ্গে সঙ্গে হিন্দি ছবিতেও অভিনয় করেছেন রামেয়া। তাঁর প্রথম হিন্দি ছবি 'দয়াবান'। বিনোদ খান্নার বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। তবে সাফল্য সহজ পথে আসেনি। একাধিক ছবি বক্স অফিসে ব্যর্থ হয়েছে তাঁর। কেবল বড়পর্দা নয়, ছোটপর্দাতেও অভিনয় করেছেন তিনি। ২০১৫ সালে রাজা মৌলির ছবি 'বাহুবলী' কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় রামেয়ার। রাজমাতা শিবগামীর চরিত্রে তাঁর নিখুঁত অভিনয় দর্শক মনে রাখতে চিরকাল। 'বাহুবলী' ও এই ছবির সিক্যুয়ালের জন্য একাধিক পুরস্কার পেয়েছেন রামেয়া। সেরা সহ অভিনেত্রীর পুরস্কারও পেয়েছেন তিনি। ২০১৯ সালে ডিজিট্যাল প্ল্যাটফর্মে পা রাখেন রামেয়া। তাঁর অভিনীত 'কুইন' সিরিজটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। তেলুগু পরিচালক কৃষ্ণ ভামসির সঙ্গে বিবাহিত জীবন কাটাচ্ছেন রামেয়া। তাঁদের একটি পুত্রসন্তানও রয়েছে।