Image Source: Pexels, Pixabay

পুষ্টি দিতে ভরসা ডিম। কিন্তু কোন ডিমে মিলবে বেশি পুষ্টি?

Image Source: Pexels, Pixabay

সাদা নাকি বাদামি? রঙের উপর আদৌও নির্ভর করে ডিমের পুষ্টিগুণ?

Image Source: Pexels, Pixabay

অনেকে মনে করেন বাদামি রঙের ডিম, সাদা ডিমের চেয়ে পুষ্টিকর বা অনেক বেশি প্রাকৃতিক।

Image Source: Pexels, Pixabay

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রঙের সঙ্গে ডিমের পুষ্টিগুণের কোনও সম্পর্ক নেই।

Image Source: Pexels, Pixabay

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মুরগির পিগমেন্ট কী, তার উপরেই ডিমের খোলসের রং নির্ভর করে।

Image Source: Pexels, Pixabay

একাধিক ধরনের ভিটামিন, খনিজ পদার্থ, উচ্চ মাত্রায় প্রোটিন, ফলেট, আয়রন, জিঙ্ক, সেলেনিয়াম থাকে ডিমে।

Image Source: Pexels, Pixabay

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রং, আয়তন, গ্রেড-এর উপর ডিমের পুষ্টিগুণ নির্ভর করে না।

Image Source: Pexels, Pixabay

কীভাবে মুরগি পালন করা হচ্ছে, কী কী খাওয়ানো হচ্ছে, এর উপর ডিমের পুষ্টিগুণ নির্ভর করতে পারে।

Image Source: Pexels, Pixabay

এমন দেখা গিয়েছে যে রোদে বেশিক্ষণ থাকলে সেই মুরগির ডিমে ভিটামিন ডি-এর পরিমাণ বেশি থাকে।

Image Source: Pexels, Pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন।