বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব।

এটি বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে হয়।

কথিত আছে, এই বৈশাখী পূর্ণিমার দিনেই রাজা শুদ্ধধন ও রানি মায়াদেবীর সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন বুদ্ধ।

পাশাপাশি এই একই দিনে তিনি সিদ্ধিলাভ করেন ও মহাপরিনির্বাণ লাভ করেন।

পঞ্জিকা মতে বৌদ্ধ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ৩১ বৈশাখ রবিবার।

ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ১৫ মে রবিবার শুরু হয়েছে বৌদ্ধ পূর্ণিমা তিথি।

এদিন দুপুর ১২.৪৭ মিনিটে শুরু হয়েছে। আর চলবে ১৬ মে সকাল ৯.৪৪ মিনিট পর্যন্ত।

নেপালের লুম্বিনীতে বুদ্ধের জন্ম তাঁর, বিহারের সেই জনপদকে আজকের মানুষ বুদ্ধগয়া হিসেবে চেনন।

হিন্দুধর্ম অনুসারে শ্রীবিষ্ণুর নবম অবতার মনে করা হয় গৌতম বুদ্ধকে।

এ দিন চন্দ্রদেবতারও পুজো করার কথা বলা হয়।