Image Source: Pexels

ভারতে লঞ্চ হয়েছে বাজেট স্মার্টফোন Lava Yuva Pro।

Image Source: Pexels

একটিই র‍্যাম ও স্টোরেজ নিয়ে দেশে লঞ্চ হয়েছে বাজেট ফোনটি।

Image Source: Pexels

এই বাজেট ফোনের ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ মডেলের দাম ভারতে ৭৯৯৯ টাকা।

Image Source: Pexels

মেটালিক ব্ল্যাক, মেটালিক ব্লু এবং মেটালিক গ্রে- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে Lava Yuva Pro।

Image Source: Pexels

বর্তমানে ভারতে কেবলমাত্র ‘লাভা’ সংস্থার ই-স্টোর থেকে এই ফোন কেনা যাবে।

Image Source: Pexels

Lava Yuva Pro ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা সেনসর।

Image Source: Pexels

এই ফোনে ৬.৫১ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। একটি HD+ IPS ডিসপ্লে রয়েছে এই ফোনে।

Image Source: Pexels

একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে লাভা সংস্থার এই ফোনে।

Image Source: Pexels

এই ফোনের ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

Image Source: Pexels

এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে।

Thanks for Reading. UP NEXT

ভারতে চালু ৫জি, এই তথ্যগুলো জানা রয়েছে তো

View next story