ভারতে লঞ্চ হয়েছে বাজেট স্মার্টফোন Lava Yuva Pro। একটিই র্যাম ও স্টোরেজ নিয়ে দেশে লঞ্চ হয়েছে বাজেট ফোনটি। এই বাজেট ফোনের ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ মডেলের দাম ভারতে ৭৯৯৯ টাকা। মেটালিক ব্ল্যাক, মেটালিক ব্লু এবং মেটালিক গ্রে- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে Lava Yuva Pro। বর্তমানে ভারতে কেবলমাত্র ‘লাভা’ সংস্থার ই-স্টোর থেকে এই ফোন কেনা যাবে। Lava Yuva Pro ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনে ৬.৫১ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। একটি HD+ IPS ডিসপ্লে রয়েছে এই ফোনে। একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে লাভা সংস্থার এই ফোনে। এই ফোনের ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে।