ভারতে আইফোন ১৪ সিরিজের প্রিমিয়াম মডেল আইফোন ১৪ প্লাসের বিক্রি শুরু হয়েছে ৭ অক্টোবর থেকে। আইফোন ১৪ প্লাস কেনা যাচ্ছে অ্যাপেল ইন্ডিয়া অনলাইন স্টোর, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে। ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি- এই তিনটি স্টোরেজ কনফিগারেশনে কেনা যাবে আইফোন ১৪ প্লাস ফোন। এই তিনটি স্টোরেজ মডেলের দাম যথাক্রমে ৮৯,৯০০ টাকা, ৯৯,৯০০ টাকা এবং ১,১৯,৯০০ টাকা। Blue, Midnight, Purple, Starlight এবং (PRODUCT) RED- এই সমস্ত রঙে লঞ্চ হয়েছে আইফোন ১৪ প্লাস ফোন। আইফোন ১৪ সিরিজের বেস মডেলে যে চিপসেট রয়েছে এখানেও অর্থাৎ আইফোন ১৪ প্লাস মডেলেও সেই এ১৫ বায়োনিক চিপসেট দেখা গিয়েছে। আইফোন ১৪ মডেলের মতোই ফিচার রয়েছে আইফোন ১৪ প্লাস ফোনেও। তবে ডিসপ্লে সাইজ এবং ব্যাটারি লাইফে রয়েছে কিছু পরিবর্তন। আইওএস ১৬ সাপোর্ট রয়েছে এই ফোন। এছাড়াও বায়োমট্রিক অথেনটিফিকেশনের জন্য রয়েছে ফেস আইডি ফিচারের সাপোর্ট। ১২ মেগাপিক্সেলের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং একটি ১২ মেগাপিক্সেল ফ্রন্ট TrueDepth ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে। এই ফোন একটি IP68 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ফিচার।