ভারতের বেশ কয়েকটি শহরে চালু হয়ে গিয়েছে ৫জি পরিষেবা। জিও এবং এয়ারটেল, এই দুই টেলিকম সংস্থাই এখনও পর্যন্ত ভারতে ৫জি সার্ভিস চালু করেছে। ভারতে জিও এবং এয়ারটেল যেসমস্ত শহরে ৫জি সার্ভিস চালু করেছে সেখানে বিনামূল্যেই পাওয়া যাচ্ছে পরিষেবা। এয়ারটেলের তরফে জানানো হয়েছে ইউজাররা ৪জি প্রিপেড রিচার্জ প্ল্যানের খরচেই ৫জি প্ল্যানের রিচার্জ করতে পারবেন। অন্যদিকে জিও আবার জানিয়েছে যে সবচেয়ে সস্তায় ৫জি রিচার্জ প্ল্যান নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবে তারা। ভোডাফোন আইডিয়া সংস্থার তরফে ভারতে ৫জি পরিষেবা চালু করার ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য দেয়নি সংস্থা। তবে দেশে খুব তাড়াতাড়ি ৫জি পরিষেবা চালু করবে বলে আশ্বাস দিয়েছে ভোডাফোন আইডিয়া টেলিকম সংস্থা। ভারতী এয়ারটেলের তরফে বর্তমানে দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, শিলিগুড়ি, নাগপুর এবং বারাণসীতে ৫জি সার্ভিস চালু করা হয়েছে। রিলায়েন্স জিও-র তরফে বর্তমানে ৫জি পরিষেবা উপলব্ধ হয়েছে মুম্বই, কলকাতা, বারাণসী এবং দিল্লি- এই চারটি শহরে। ৫জি সার্ভিসে ডাউনলোড স্পিড 306Mbps এবং আপলোড স্পিড 25.4Mbps।