বাজার মূলধনের ভিত্তিতে বিশ্বের সবথেকে সেরা কোম্পানিকে টপকে গেল এই সংস্থা।



বাজার মূলধনের ভিত্তিতে বিশ্বের প্রথম পাঁচ বড় কোম্পানি আমেরিকার। অ্য়াপল ছাড়াও রয়েছে আরও নাম।



সম্প্রতি এনভিডিয়া মাইক্রোসফটকে টপকে বিশ্বের 'মোস্ট ভ্যালুয়েবল কোম্পানি' হয়েছে



এর আগে মাইক্রোসফট এই তালিকায় দ্বিতীয় ছিল, এদের সবারই মার্কেট ক্যাপ কোনও দেশের জিডিপি ছাড়িয়ে যাবে।



এনভিডিয়ার মার্কেট ক্যাপ 3.335 ট্রিলিয়ন ডলার, সেখানে অ্যাপলের 3.285 ট্রিলিয়ন



চার নম্বরে রয়েছে গুগল বা অ্যালফাবেটের নাম। এর মার্কেট ক্যাপ 2.171 ট্রিলিয়ন ডলার



পাঁচে জায়গা করে নিয়েছে অনলাইন ই-কাম্রস প্লাটফর্ম অ্য়ামাজন। এর বাজার মূলধন 1.902 ট্রিলিয়ন ডলার।



মনে রাখবেন, আমেরিকার বাজারে মোস্ট ভ্য়ালুয়েবল কোম্পানির মধ্যে চারটিই প্রযুক্তি কোম্পানি।



বিশ্বের সেরা পাঁচ ভ্যালুয়েবল কোম্পানির মধ্যে শেষে রয়েছে একমাত্র ই-কমার্স কোম্পানির নাম।



আমেরিকার বাজারে এই পাঁচ কোম্পানির শেয়ারের ওপর অনেকাংশেই নির্ভর করে সূচকের ওঠানামা।


Thanks for Reading. UP NEXT

চলতি বছরেই ৮২,০০০ ছোঁবে সেনসেক্স, কোথায় করবেন বিনিয়োগ ?

View next story