বর্তমানে দেশীয় শেয়ারবাজার রেকর্ড উচ্চতায় লেনদেন করছে



মোদি সরকারের দ্বিতীয় মেয়াদে বিনিয়োগকারীরা বাজারে সরকারি শেয়ার অর্থাৎ PSU স্টক থেকে অনেক উপকৃত হয়েছে







ব্রোকারেজ সংস্থাগুলি বিশ্বাস করে, মোদি সরকারের তৃতীয় মেয়াদে FMCG-এর মতো সেক্টর সবার আশা পূরণ করতে পারবে।



এফএমসিজি সেক্টরের শেয়ারের জন্য আরেকটি ভালো বিষয় হল মুদ্রাস্ফীতি কমার ইঙ্গিত



গত কয়েক মাসে দেশে খুচরো মূল্যবৃদ্ধির হার প্রায় ৫ শতাংশে নেমে এসেছে







আগামী বছরগুলিতে বিনিয়োগকারীদের ফোকাস FMCG স্টকে থাকবে।



মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ।



বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।


Thanks for Reading. UP NEXT

প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় কী কী সুবিধা, লাভ হবে কাদের?

View next story