আগামী ১২ মাসের মধ্য়েই ভারতের সেনসেক্স ছোঁবে ৮২ হাজার পয়েন্ট। অন্তত সেই কথাই বলছে গ্লোবাল রেটিং এজেন্সি মুডি'স



গ্লোবাল রেটিং এজেন্সি মুডি'সের মতে, 12 মাসের মধ্যে বিএসই সেনসেক্সের লক্ষ্য 82,000-তে পৌঁছবে, মানে14 শতাংশ গতি।



আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা বলছে, সরকার সম্ভবত মুদ্রাস্ফীতির অস্থিরতার ওপর নজর রাখবে।



সেই কারণেই এই আশা করছে মুডিস, বাজার বিশেষজ্ঞরাও বলছে সেই কথা



ভারত এখন হংকং থেকে বিশ্বের চতুর্থ বৃহত্তম ইকুইটি বাজারের তকমা পুনরুদ্ধার করেছে।



দেশের বাজার মূলধন 10 শতাংশ বেড়ে 5.2 ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।



তুলনায়, হংকং এর ইক্যুইটি মার্কেট ক্যাপ $5.17 ট্রিলিয়ন, এই বছরের সর্বোচ্চ $5.47 ট্রিলিয়ন থেকে 5.4 শতাংশ কমেছে৷



বর্তমানে, ভারত চিনের পরে দ্বিতীয় বৃহত্তম উদীয়মান বাজার।



মনে রাখবেন , বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ।


Thanks for Reading. UP NEXT

বাজেটের আগে রকেটের গতিতে ছুটছে ডেল্টা কর্প, কেন জানেন ?

View next story