আপট্রেন্ডে ধামাকা দেখাচ্ছে ডেল্টা কর্পের শেয়ার, দিয়েছে দুরন্ত ছুট।



১৫ দিনে ২৪ শতাংশ উত্থান হয়েছে এই স্টকের, যাতে লাভবান হয়েছেন বিনিয়োগকারীরা



কেন হঠাৎ কোম্পানিতে এই গতি জানেন ? কী বলছে বাজার



বাজেটকে কেন্দ্র করে এই গতি ধরেছে ডেল্টা কর্পের শেয়ার



মূল্ত জিএসটিকে কেন্দ্র করেই এই লাফ দিয়েছে কোম্পানির স্টক



শোনা যাচ্ছে , আগামী বাজেটে জিএসটি কাটে নজর দেবে সরকার, যা শুনে লাফাচ্ছে শেয়ারের দাম



অতীতে নামতে নামতে ১১০-এ চলে এসেছিল এই শেয়ার, সেখান থেকে রিভার্সাল দেয়



শুক্রবার বাজার বন্ধের সময় শেয়ারের দাম দাঁড়ায় ১৩৬ টাকা পিস



বাজার বিশেষজ্ঞরা বলছেন, ১৬০ টপকালে ফ্রেস ব্রেকআউট দেবে স্টক, ৬মাসে ছুঁতে পারে ২০৫ টাকা


Thanks for Reading. UP NEXT

তৃতীয়বার ক্ষমতায় মোদি, এবার দৌড়বে কোন সেক্টরের স্টক ?

View next story