ক্যান্ডেলস্টিক প্যাটার্নে কদিন ধরেই গতি দেখাচ্ছিল এই স্টক। এবার কোম্পানির সম্পর্কে নতুন খবর প্রকাশ্যে আসতেই এভিনিউ সুপারমার্ট শিরোনামে

বৃহস্পতিবারের ট্রেডিং সেশনে এভিনিউ সুপারমার্টের স্টক একটি ভাল বৃদ্ধি দেখিয়েছে। DMart ব্র্যান্ডের আওতায় স্টোর পরিচালনা করে এই স্টক।

এই শেয়ার তার দুই বছরের সর্বোচ্চ 4710 টাকায় পৌঁছেছে। 2023-24 আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে ভাল আয় হয়েছে কোম্পানির।

বৃদ্ধির চমৎকার সংখ্যা থাকার কারণে বিদেশি ব্রোকারেজ ফার্ম CLSA এই স্টক কেনার পরামর্শ দিয়েছে।

CLSA সম্প্রতি DMart সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে । এই রিপোর্টে ব্রোকারেজ হাউস বিনিয়োগকারীদের এভিনিউ সুপারমার্টের শেয়ার কেনার পরামর্শ দিয়েছে।

CLSA এখন ডিমার্টের টার্গেট প্রাইস দিয়েছে 5107 টাকা। যা বিনিয়োগকারীদের পক্ষে সুখকর।

CLSA তার রিপোর্টে বলেছে যে DMart হল একটি ডিসকাউন্ট খুচরো বিক্রেতা, যার অপারেটিং খরচ সবচেয়ে কম।

এই কারণে উপভোক্তাদের কাছে কম দামে পণ্য পাওয়া যাচ্,ছে যা বিক্রি বাড়াতে সাহায্য করছে।

এটি DMart-কে অত্যন্ত প্রাইস সেনসেটিভ বাজারে তার মার্কেট শেয়ার বাড়াতে সাহায্য করেছে।

Thanks for Reading. UP NEXT

টানা দুদিন আপার সার্কিটে, এটি একটি মাল্টিব্যাগার ইভি স্টক

View next story