প্রধানমন্ত্রী ধন ধান্য যোজনা ও কিষাণ ক্রেডিট কার্ডের সীমা বাড়াতেই দুরন্ত ছুট দিল বাজারের এই স্টকগুলি।
কিষাণ ক্রেডিট কার্ডের সীমা ৩ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ করেছেন অর্থমন্ত্রী।
বাজেট বক্তব্যে ডালের উৎপাদন বাড়াতে সরকারের বিশেষ নজেরের কথা বলেছেন অর্থমন্ত্রী।
রাজ্য সরকারের সহযোগিতায় দেশের 100টি জেলায় প্রথমে প্রধানমন্ত্রী ধন ধান্য যোজনা কার্যকর করা হবে।
কৃষি খাতের জন্য বাজেট ঘোষণার পর শেয়ারবাজারে কৃষিপণ্যের ব্যাপক লাফ লক্ষ্য করা গেছে
বেড়েছে এই স্টকগুলি ১ কাবেরি সিড কোম্পানির শেয়ার 13.49 শতাংশ বেড়ে 1020.70 টাকা হয়েছে ২ নাথ বায়ো-জেনস 5.77 শতাংশ বেড়ে 178.60 টাকার মধ্যে ট্রেড করেছে।
৩ বেয়ার ক্রপ সায়েন্স শেয়ার 0.67 শতাংশ বেড়ে 5,148.25 টাকায় উঠেছে। ৪ মঙ্গলম বীজ 7.09 শতাংশ বেড়ে 222 টাকায় দেখা গেছে।
৫ ধানুকা এগ্রিটেক 2.61 শতাংশ বেড়ে 1479.35 টাকায় উঠেছে। ৬ ইউপিএল 0.94 শতাংশ বেড়ে 609 টাকায় ট্রেড করছিল।
৭ প্যারাদীপ ফসফেটসের শেয়ার 2.75 শতাংশ বেড়ে 115.90 টাকায় ট্রেড করছে।
৮ রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজারের শেয়ার 0.95 শতাংশ বেড়ে 164.75 টাকা হয়েছে।