গতকাল বৃহস্পতিবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম আবার বেড়ে গিয়েছে।
গ্রাম প্রতি সোনার দাম এখন হয়েছে ৭২৭৯ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম বেড়ে হয়েছে ৭০৩২ টাকা।
আজ সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার জন্য দাম পাবেন ৬৬২৪ টাকা।
১৮ ক্যারাট সোনার দাম আজ হয়েছে ৫৭৯৪ টাকা। আজ আবার বেড়ে গিয়েছে রুপোর দাম।
শুক্রবার রুপোর দাম প্রতি কেজিতে ৯২ হাজার ৫৫১ টাকা।
আজকের সোনার দর (৭ জুন, ২০২৪):
সোনা ওজন দাম (টাকায়) ২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৭২৭৯ ২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৭০৩২ ২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৬৬২৪ ১৮ ক্যারেট ১ গ্রাম ৫৭৯৪
রুপো (৯৯৯) ১ কেজি ৯২,৫৫১
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই। তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
সোনার দামও পেট্রোল ডিজেলের দামের মত প্রতিদিনই ওঠানামা করে।
ভোটের ফলাফলের হাওয়ায় আবার দাম বেড়ে গিয়েছিল সোনার। সেই বাড়তি দামের রেশ আজকের বাজারেও বহাল রইল।