এই প্রকল্পের অধীনে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন মহিলারা। (ছবি সৌজন্য-পিটিআই)



১০ বছরের মধ্যে ঋণশোধ করার নিয়ম থাকলেও প্রয়োজনে বাড়ানো যাবে ৫ বছর। (ছবি সৌজন্য-পিটিআই)



ঋণের টাকা পণ্যের উৎপাদন, পরিষেবা ও প্রযুক্তি ব্যবহারে খরচ করা যাবে। (ছবি সৌজন্য-পিটিআই)



প্রতিটি প্রকল্পের জন্য ঋণ পাওয়া যাবে মোট খরচের ২৫ শতাংশ। (ছবি সৌজন্য-গেটি)



এই প্রকল্পের অধীনে ঋণ নেওয়ার জন্য লাগবে না কোনও সিকিউরিটি। (ছবি সৌজন্য-পিটিআই)



ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের জন্য এই ঋণ পাওয়া যাবে। (ছবি সৌজন্য- পিক্সাবে)



ঋণের টাকা দিয়ে খোলা যাবে গাড়ি সারাই ও সার্ভিসিং সেন্টার। (ছবি সৌজন্য- পিক্সাবে)



কেউ চাইলে খুলতে পারেন বিউটি পার্লার বা সাইবার ক্যাফেও। (ছবি সৌজন্য- পিক্সাবে)



এই প্রকল্পে অন্যদের থেকে ০.২৫ শতাংশ কম সুদ দিতে হবে মহিলাদের। (ছবি সৌজন্য- পিক্সাবে)



Thanks for Reading. UP NEXT

মধ্যবিত্তের নাগালের বাইরে সোনা ! আজ রাজ্যে কত চলছে রেট ?

View next story