সোমবারের তুলনায় আজ দাম চড়েছে সোনার। প্রতি গ্রাম সোনার দাম অনেকটাই বেড়েছে। গত সপ্তাহে দাম খানিক কমলেও আজ বিরাট লাফ। প্রায় ৯০ টাকারও বেশি বেড়েছে সোনার দাম। আজ ২৪ ক্যারেট সোনার দাম বাজারে গ্রাম পিছু ৬৪২২ টাকা। ২২ ক্যারেট সোনার দাম আজ প্রতি গ্রামে ৬১১৩ টাকা। ১৮ ক্যারেট সোনা আজ কিনলে পাবেন গ্রামে ৫১২২ টাকায়। অন্যদিকে ২২ ক্যারেট সোনা বিক্রি করতে গেলে দাম পাবেন ৫৮৪৪ টাকা। রুপোর দাম আজ বেড়ে হয়েছে ৭২২৯২ টাকা। রাজ্যে স্বর্ণশিল্প বাঁচাও কমিটির নির্ধারিত দাম এখানে উল্লিখিত হল।