একইসঙ্গে আজ নারী দিবস এবং মহাশিবরাত্রি। আর সেই উপলক্ষ্যে সোনার দামে বিশাল হেরফের বাংলা জুড়ে। যে হারে দাম বাড়ছিল গত কয়েকদিন ধরে, সেখানে দাম বৃদ্ধির ধারা আজও বহাল রইল। গতকালের তুলনায় আজ আরও খানিক দাম বাড়ল সোনার। আজ কিনতে গেলে কত খরচ হবে আপনার ? দেখে নিন রেটচার্টে। আজকের সোনার দর (৮ মার্চ, ২০২৪): সোনা ওজন দাম (টাকায়) ২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৬৪৯৮ ২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬২২৭ ২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৫৯১৩ ১৮ ক্যারেট ১ গ্রাম ৫১৭২ রুপো (৯৯৯) ১ কেজি ৭২৯৩২ সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই। তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)* সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।