গতকাল মঙ্গলবারের তুলনায় আজ বুধবার আরও বাড়ল সোনার দাম । কত হল দাম ?

মঙ্গলবারের তুলনায় বুধবার দাম আরও বেড়ে যায় সোনার। সেই তুলনায় বুধবার ২৪ ক্যারেট সোনার দাম ১৫ টাকা বেড়ে হয়েছে ৬৪৩৭ টাকা প্রতি গ্রাম।

অন্যদিকে গহনার সোনা অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১০৫ টাকা বেড়ে হল ৬২১৮ টাকা।

সোনা কেনার দাম আর বিক্রি করার দামে কিন্তু অনেকটাই পার্থক্য আছে।

যেখানে ৬২১৮ টাকা প্রতি গ্রামে আপনি ২২ ক্যারেট সোনা কিনবেন, সেখানে বিক্রি করার সময় সেই দর কমে হয় ৫৮৫৮ টাকা।

আজ বুধবারের বাজারে দাম (Gold Price Today) গতকালের রেটের থেকে বেড়েছে, ২৪ ক্যারেট, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দাম বেড়েছে।

অন্যদিকে, রুপোর দাম আজ অনেকটা কমেছে, এখন রুপোর দর প্রতি কেজিতে হয়েছে ৭২০৮৭ টাকা।

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।

সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়।