১ ভরি সোনার দাম অনেক আগেই ৭০ হাজার পেরিয়েছিল, এবার তা ৭২০০০-এর সীমাও ছাড়িয়ে গেল।

আরও খরচ বাড়বে কি সোনা কেনার জন্য ? কত চলছে আজকের দাম ?

প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে?

দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়।

প্রতিদিন সোনা-রুপোর (Silver Price in Kolkata) দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা।

প্রতিদিন সোনা-রুপোর (Silver Price in Kolkata) দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা।

সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার জন্য আজ দাম পাবেন প্রতি গ্রামে ৬৫৯৩ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজকের বাজারে ৫৭৬৭ টাকা।

রুপোর দাম আজ অবাক করা হারে বেড়ে গিয়েছে। আজকের রুপোর দাম ৮৩,৭১২ টাকা প্রতি কেজিতে।

আজকের সোনার দর (১৫ এপ্রিল, ২০২৪):

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৭২৪৫
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬৯৯৮
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৬৫৯৩
১৮ ক্যারেট ১ গ্রাম ৫৭৬৭


রুপো (৯৯৯) ১ কেজি ৮৩,৭১২


সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরের দামের সঙ্গে জিএসটি যুক্ত হবে।


Thanks for Reading. UP NEXT

চাকরি বদলে পস্তাচ্ছেন? 'শিফট শক' নয়তো?

View next story