Image Source: PIXABAY

'জব শিফট শক', এই শব্দবন্ধটি শোনা শোনা লাগছে?

গুগলে অন্যতম 'ওয়ার্কপ্লেস ট্রেন্ড' হিসেবে উঠে এসেছে এটি। কিন্তু বিষয়টি ঠিক কী?

'The Muse'-র সহ প্রতিষ্ঠাতা এবং সিইও ক্যাথরিন মিনশিও এই শব্দবন্ধটি চালু করেন।

চাকরি বদল করলে যদি কারও আক্ষেপ এবং হতাশা তৈরি হয়, তার নাম 'জব শিফট শক।'

প্রত্যাশার সঙ্গে বাস্তবের মিল না থাকলে তখনই নতুন চাকরি নিয়ে আক্ষেপ হতে পারে।

সাধারণ ভাবে নতুন চাকরি সম্পর্কে অস্পষ্ট ধারণা এই ধরনের শকের অন্যতম কারণ।

নিয়োগ প্রক্রিয়ার সময় স্পষ্ট ভাবে কাজের ধরন না বলা হলে এই ধরনের অস্বচ্ছতা তৈরি হয়।

নতুন কর্মক্ষেত্রের অজানা পরিবেশও এই সমস্যা তৈরি করতে পারে।

এখান থেকে তৈরি হয় আক্ষেপ যা কিনা স্ট্রেস, উদ্বেগ এবং বিচ্ছিন্নতার অনুভূতি বাড়াতে পারে।

'জব শিফট শক'-র জেরে অনেকে নতুন চাকরি ছেড়েও দেন। তবে এমন সিদ্ধান্তের আগে পেশাদার পরামর্শ নিলে ভাল।