পয়লা বৈশাখ সবসময়েই বাঙালিদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এইদিন হালখাতা অনুষ্ঠান হয়- বিশেষ করে সোনার দোকানে ভিড় জমান বাঙালি গৃহস্থ। ক্রমশই যেন হাতের বাইরে বেরিয়ে চলেছে সোনার মূল্য়। এখন ১ ভরি সোনা অর্থাৎ ১০ গ্রাম সোনার দাম পেরিয়ে গিয়েছে ৭২ হাজার টাকা পয়লা বৈশাখের দিন আরও একটু বেড়ে গেল সোনার দাম। রাজ্যজুড়ে পয়লা বৈশাখে রবিবার কোথায় দাঁড়িয়ে রয়েছে সোনার দাম? আজ বাজারে সোনা-রূপার দাম ঠিক কী? কীভাবে বুঝবেন? মুশকিল আসান এবিপি লাইভ বাংলা। প্রতিদিন সোনা-রূপার দাম কত, তা জেনে নেওয়া যাবে এক ক্লিকেই। আজ ১৪ এপ্রিল, পয়লা বৈশাখ- রবিবার। এদিন কিছুটা বেড়েছে ২৪ ক্যারাট সোনার দাম। আজ ২৪ ক্যারাট সোনা প্রতি গ্রামে বেড়েছে ২৩ টাকা। হয়েছে ৭২৩৫ টাকা। ২২ ক্যারাট সোনা- যা দিয়ে সোনার গয়না তৈরি হয়- পয়লা বৈশাখে প্রতি গ্রামে তার দাম ৬৯৮৯ টাকা। সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার জন্য এদিন দাম মিলবে প্রতি গ্রামে ৬৫৬৪ টাকা। আজ ১৮ ক্যারাট সোনার দাম প্রতি গ্রামে ৫৭৫৯ টাকা। এই ধরনের সোনা ব্যবহার হয় মূলত হিরে বা অন্য ধরনের রত্ন নিয়ে গয়না ব্যবহারে। রূপোর দাম পয়লা বৈশাখে মোটের উপর একই রয়েছে- ১ কেজির দাম ৮২,৭৯৯ টাকা। সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি