NPS-এর মাধ্যমে টাকা জমান অনেকেই অবসরের কথা ভেবে।



১৮ থেকে ৭০ বছর বয়সীরা NPS-এ বিনিয়োগ করতে পারেন।



NPS-এর মাধ্যমে পেনশন পাওয়া যায় অবসরের পর।



৬০ বছর বয়স হলে গ্রাহক জমানো টাকার ৬০ শতাংশ তুলে নিতে পারেন।



বাকি ৪০ শতাংশ আমৃত্যু মাসিক পেনশনের আকারে পাবেন।



ধরা যাক, কেউ ২৭ বছর বয়সে যোগ দিয়েছেন NPS-এ।



১০ শতাংশ গড় রিটার্ন মিললে ৬০ বছর বয়স পর্যন্ত টাকা জমাতে হবে।



এরপর জমানো টাকার ৪০ শতাংশ অ্যানুইটির উপর পেনশন পাবেন।



২০ হাজার টাকা পেনশন চাইলে মাসে ৩২১১ টাকা করে জমাতে হবে।



বয়স এবং সময়ের উপর এই মাসিক জমার অঙ্ক নির্ভর করে।