হোম লোন নেওয়ার ক্ষেত্রে CIBIL স্কোর খুব জরুরি।
ছবি- ফ্রিপিক


CIBIL-এর পুরো কথা হল- Credit Information Bureau Limited।



এই সংস্থা আপনার ক্রেডিট হিস্ট্রি নজরে রাখে।



৩০০ থেকে ৯০০-র মধ্যে এই স্কোর ঘোরাফেরা করে।



সিবিল স্কোর ৯০০-র কাছাকাছি হলে খুবই ভাল।



সিবিল স্কোর না থাকলে ক্রেডিট কার্ড কাজে দেবে।



ক্রেডিট কার্ড ব্যবহারে ইএমআই সময়মত শোধ করলে CIBIL বাড়ে।



এক্ষেত্রে টাকা হাতে রেখে তবেই ক্রেডিট কার্ড ব্যবহার করা উচিত।



অনলাইনে কেনাকাটার সময় ক্রেডিট কার্ড ব্যবহার করা যায়।



৪৫ দিনের মধ্যে পুরো টাকা পেমেন্ট করে দিলে স্কোর বাড়ে।
ছবি- ফ্রিপিক


Thanks for Reading. UP NEXT

NPS-এ কত টাকা জমালে মাসে ২০ হাজার পেনশন পাবেন ?

View next story