ডিজিটাল যুগে প্যান কার্ডে জালিয়াতির সংখ্যা বেড়েই চলেছে।



সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, এখন প্রবীণ নাগরিক, মৃতদের প্যান কার্ড ছাড়াও ছাত্রদের প্যান কার্ডকে টার্গেট করেছে স্ক্যামাররা।



সম্প্রতি এই বিষয়ে একটি রিপোর্ট সামনে এনেছে টাইমস অফ ইন্ডিয়া।



PAN-এর অপব্যবহারের অভিযোগের কারণে সম্প্রতি মুম্বাইয়ের এক প্রবীণ নাগরিক আয়কর আপিল ট্রাইব্যুনালের (ITAT) কাছে গিয়েছিলেন



প্যান কার্ডের অপব্যবহার কমাতে সেন্ট্রাল বোর্ড অফ ডরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) দিয়েছে কিছু পরামর্শ।



সব প্যান কার্ড হোল্ডারদের জন্য তাদের বার্ষিক তথ্য বিবরণী (AIS) পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে



AIS ডেটার মধ্যে রয়েছে ব্যাঙ্কের সুদ, ডিভিডেন্ড, স্থাবর - অস্থাবর সম্পদের কেনাবেচা সংক্রান্ত লেনদেন।



PAN অপব্যবহার হয়েছে কিনা তা পরীক্ষা করতে ক্রেডিট স্কোর তৈরি করতে পারেন।



সিবিল, ইকুইফ্যাক্স, এক্সপেরিয়ান, CRIF মাধ্যমে প্যান অপব্যবহার করে আপনার নামে ঋণ নেওয়া হয়েছে কিনা তা পরীক্ষা করতে পারেন।



আর্থিক রিপোর্টগুলি ফিনটেক প্ল্যাটফর্ম যেমন Paytm বা ব্যাঙ্ক বাজারের মাধ্যমে পরীক্ষা করা উচিত


Thanks for Reading. UP NEXT

আজ কেনার সেরা তিন স্টক, জানুন নাম

View next story