পেনশনের এই কাজ এখনও করেননি ? ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিল সরকার

Published by: ABP Ananda
Image Source: Getty

সরকার গত বছরই চালু করেছে ইউনিফায়েড পেনশন স্কিম।



তবে বর্তমানে অনেকেই পুরনো ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় পেনশন পান।



যে সমস্ত ব্যক্তিরা এই নতুন ইউপিএসের মাধ্যমে পেনশন পেতে চান তাদের আবেদন করতে হবে।



এই আবেদনের সময়সীমা আগে নির্ধারিত হয়েছিল ৩০ জুন পর্যন্ত।



সেই সময়সীমা এখন আরও বাড়াল কেন্দ্রীয় অর্থমন্ত্রক।



আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে করে ফেলতে হবে পেনশন সংক্রান্ত এই কাজ।



এনপিএসের বাজার-সংযুক্ত কাঠামোর থেকে এই ইউপিএসে নির্দিষ্ট অঙ্কের পেনশন মেলে।



নতুন এই নিয়মে মাসে ন্যূনতম ১০ হাজার টাকা পেনশন পাবেন অবসরপ্রাপ্ত কর্মীরা।



তবে এর জন্য ব্যক্তিকে ১০ বছর কাজ করে থাকতে হবে।