৩১ জুলাইয়ের মধ্যেই জমা করতে হবে আয়কর।



ই-ফাইলিং পোর্টাল বলছে কোটি টাকার রিটার্ন জমা হয়েছে ইতিমধ্যেই।



৩ কোটি আইটিআর জমা হয়েছে এখনই।



২.৭৫ কোটি রিটার্ন ভেরিফাই করাও হয়ে গিয়েছে।



৯২ লাখ ফাইলকে দফতর প্রসেস করে দিয়েছে।



ফাইল প্রসেসিং হওয়ার পরেই মিলবে রিফান্ড।



প্রসেসিং-এর পর রিফান্ড হতে সময় লাগে ৫-৭ দিন।



কিন্তু কয়েকজনের রিফান্ড পেতে অনেক দেরি হয়।



ভেরিফিকেশন না করলে রিফান্ড পেতে সমস্যা হবে।



ITR ভেরিফিকেশন করে নেওয়া আবশ্যিক কাজ।