পোস্ট অফিসে কিছু ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প রয়েছে। মহিলাদের জন্য বিশেষত দুটি স্কিম রয়েছে। একটি সুকন্যা সমৃদ্ধি আর অন্যটি MSSC। এর পুরো নাম মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট। এই স্কিমে ২ বছরে ২ লাখ টাকা পর্যন্ত জমা করা যায়। এই যোজনায় বার্ষিক ৭.৫০ শতাংশ সুদ পাওয়া যায়। এই স্কিমে ২ লাখ থেকেই আপনি পাবেন ৩২,০৪৪ টাকার সুদ। ১০ বছরের বেশি বয়সের মহিলারা এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারেন। পোস্ট অফিসের সুকন্যা সম্রৃদ্ধি যোজনাতেও অনেক বেশি সুদের হার মেলে। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।