গরম বাড়ছে, তারই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এসির চাহিদা। সেই প্রভাবই কি পড়ছে এই সংস্থার শেয়ারের দরে?



টাটা গ্রুপের এসি প্রস্তুতকারী সংস্থা ভোল্টাসের শেয়ারে রকেট গতি



গত ডিসেম্বর থেকে ক্রমশ বাড়ছে সংস্থাটির শেয়ার দর



ডিসেম্বরে এই সংস্থার শেয়ারের দাম ছিল ৮২৭ টাকার আশেপাশে



এখন এই সংস্থার শেয়ারের দর প্রায় ১৫০০ টাকার কাছাকাছি



গত ৮ মাসের মধ্যে সংস্থাটির শেয়ার দর বেড়েছে ৮০ শতাংশ।



গত একবছরে ৯৫ শতাংশ রিটার্ন দিয়েছে এই সংস্থার স্টক।



গত পাঁচ বছরে এই শেয়ারের দর বেড়েছে ১৪৮ শতাংশ।



বুধবার যেখানে বাজার নীচের দিকে ছিল, সেদিনও ১.১ শতাংশ



Disclaimer: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়