শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার শেয়ারে বিপুল মুনাফা। বিনিয়োগকারীদের পকেট ভরিয়েছে এই স্টক। ক্রমেই বেড়ে চলেছে এই সরকারি খাতের শেয়ারের দাম। এই শেয়ার শুক্রবারে ৪.৫০ শতাংশ বেড়েছে। এখন ৩৪৫ টাকায় ট্রেড করছে SCI-এর শেয়ার। এই শেয়ারে ২০ শতাংশের আপার সার্কিট ছিল এইদিন। ৩ দিনেই এই স্টকে ৪০ শতাংশ রিটার্ন মিলেছে। ২০২৪ সালে SCI-এর স্টকে ১১৫ শতাংশ রিটার্ন এসেছে। শিপিং সংস্থার সব স্টকেই এখন তেজিভাব দেখা যাচ্ছে। ডিসক্লেমার: ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।