Waree Renewables-এর শেয়ারে এসেছে বিপুল রিটার্ন।



এনার্জি সেক্টরের একটি স্মলক্যাপ স্টক এটি।



২০২০ সালের মার্চ মাসে এই স্টকের দাম ছিল ১.৮০ টাকা।



এখন এর দাম ১৯২২ টাকা।



২০২০ থেকে আজ পর্যন্ত এই শেয়ারে ১,০৬,৭০০ রিটার্ন এসেছে।



ফলে এই শেয়ারে ৪ বছরেই ধনী হয়েছেন বিনিয়োগকারীরা।



১ লাখ টাকা এই শেয়ারে ৪ বছরেই হয়েছে ১০ কোটি টাকা।



বিগত ১ বছরে এই স্টকে এসেছে ৮০০ শতাংশ রিটার্ন।



বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।



ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।