মোটা লাভ দিয়েছে এই সরকারি সংস্থার শেয়ার। ৩ বছরে লাফিয়ে বেড়েছে শেয়ারের মূল্য। আপনার এখানে লগ্নি রয়েছে?



কোল ইন্ডিয়া বরাবরই বিনিয়োগকারীদের পছন্দের জায়গা। এই সংস্থা গত তিন বছরে যা রিটার্ন দিয়েছে তা ঈর্ষনীয়।



গত তিন বছরে ২৫৩ শতাংশ বৃদ্ধি হয়েছে এই সরকারি সংস্থার শেয়ারের দরে



২০২১-এর ২০ আগস্ট শেয়ারের দাম ছিল ১৩৫.৬০ টাকা, ২০২২-এর ১০ নভেম্বর শেয়ারের দাম দাঁড়ায় ২৫৩.২৫ টাকা



২০২৩-এর ২৬ ডিসেম্বর শেয়ারের দাম ৩৮০.৯৫ টাকা, ২০২৪-এর ১৫ জুলাই দাম ৫১২.৪৫ টাকা



৫২ সপ্তাহের সর্বনিম্ন ২২৬.৮৫ টাকা এবং সর্বোচ্চ ৫২৭.৪০ টাকা



ত্রৈমাসিকের হিসেবে লাভের অঙ্ক ক্রমশ বেড়েছে এই সংস্থার। ডিসেম্বর, ২৩-এর ত্রৈমাসিকে কোল ইন্ডিয়ার লাভ ১০ হাজার কোটিরও বেশি



মার্চ, ২০২৪-এ তা কমে ৮৬৪০ কোটির ঘরে এলেও অঙ্কটা সেপ্টেম্বর, ২৩ এর তুলনায় অনেকটাই বেশি



সর্বশেষ তথ্য অনুযায়ী এই সংস্থার মোট শেয়ারের ৬৩ শতাংশ প্রোমোটারদের হাতে। DII-এর ১২.৪০ শতাংশ



মিউচুয়াল ফান্ড সংস্থাগুলির হাতে রয়েছে ১০.৭৪ শতাংশ। বিদেশি বিনিয়োগ ৮ শতাংশের সামান্য বেশি। কোল ইন্ডিয়ায় খুচরো বিনিয়োগকারীদের হাতে রয়েছে সাড়ে পাঁচ শতাংশ শেয়ার।