২০২৩-২৪ অর্থবর্ষের ITR জমা করার শেষ দিন ৩১ জুলাই।



এর মধ্যেই করদাতাদের ITR জমা করতে হবে।



আপডেটেড রিটার্নও জমা করতে হবে এই তারিখের মধ্যেই।



কেউ যদি সময়ে ITR জমা না করেন, কী হবে ?



ITR জমা না করলে প্রথমত জরিমানা হয়।



৫ লাখের মধ্যে আয় হলে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।



বকেয়া আয়করের উপর ১ শতাংশ হারে সুদ দিতে হবে।



যে মাস থেকে বাকি আছে, প্রতি মাসে এই সুদ গণ্য হবে।



ITR জমা না করলে রিফান্ড পাবেন না।



ITR জমা না করলে আয়কর বিভাগের নোটিশও পেতে পারেন।



Thanks for Reading. UP NEXT

মূলধনের ভিত্তিতে বিশ্বের সেরা পাঁচ কোম্পানি, কে রয়েছে শীর্ষে ?

View next story