নিত্য নতুন উপায়ে এখন দেশবাসীকে ঠকাচ্ছে জালিয়াতরা। গ্রাহকদের সতর্ক করতে তাই পরামর্শ দিল স্টেট ব্যাঙ্ক ।
TRAI-এর নামে প্রতারণা অনেক সময় TRAI-এর প্রতিনিধি পরিচয়ে KYC আপডেট না হওয়ার কারণে মোবাইল কানেকশন বন্ধ করে দেওয়ার হুমকি দেয় প্রতারকরা
কাস্টমসে পারসেল আটকে রয়েছে আপনার কাস্টমসে নিষিদ্ধ জিনিস ধরা পড়েছে বলে টাকা চাইছে প্রতারকরা। ভুল করেও টাকা দেবেন না।
ডিজিটাল অ্যারেস্ট আপনার সঙ্গে অপরাধের যোগসূত্রের অভিযোগ করে তদন্তের ভয় দেখায় ঠগরা। সাজা কম করতে জরিমানা বাবদ টাকা দিতে বলে তারা।
পরিবার বা পরিচিত জন গ্রেফতার হয়েছে অনেক সময় আপনার পরিচিত কেউ গ্রেফতার হয়েছে বলে কল আসতে পারে। ওই ব্যক্তিকে ছাড়ার জন্য বড় টাকা দাবি করে স্ক্যামাররা।
কোটিপতি হওয়ার স্টকের ফাঁদ অনেক প্রতারক আপনাকে রাতারাতি কোটিপতি হওয়ার টোপ দেবে। সেই ক্ষেত্রে কোনও বিশেষ স্টক বা বিনেয়াগের জায়গা বলে দেবে তারা।
কোটিপতি হওয়ার স্টকের ফাঁদ অনেক প্রতারক আপনাকে রাতারাতি কোটিপতি হওয়ার টোপ দেবে। সেই ক্ষেত্রে কোনও বিশেষ স্টক বা বিনেয়াগের জায়গা বলে দেবে তারা।
অনলাইন চাকরিতে বড় বেতনের প্রলোভন চাকরি পাইয়ে দেওয়ার জন্য় সিকিউরিটি ডিপোজিট বাবদ টাকা দাবি করে স্ক্যামাররা। একবার সেই টাকা দিলেই সুইচ বন্ধ করে দেবে ওপারের ব্যক্তি।
আপনার নামে লটারি লেগেছে আপনি লটারি পেয়েছেন বলে অনেক সময় স্ক্যামাররা মেল বা মেসেজ করে। টাকা পেতে ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট ডিটেলস দিতে বলে প্রতারকরা।
ভুল করে আপনার অ্য়াকাউন্টে টাকা চলে গেছে স্ক্যামাররা এই ধরনের ফাঁদ এখন প্রায়শই ব্যবহার করছে। যেখানে তারা আপনার অ্য়াকাউন্টে তাদের টাকা ভুল করে চলে গেছে বলে দাবি করে
ট্যাক্স রিফান্ডের নামে প্রতারণা ইনকাম ট্যাক্সের অফিসার হিসাবে ফোন করতে পারে ও ব্য়াঙ্কের বিবরণ চাইতে পারে। মনে রাখবেন , ইনকাম ট্য়াক্সের কাছে আপনার ডকুমেন্টস আছে।