ABP Ananda


বছরে ১০৫ গুণ রিটার্ন দেখে এই শেয়ারের ওপর নজর রাখছিল সেবি।


ABP Ananda


এবার সন্দেহজনক ট্রেডিংয়ের ভিত্তিতে এই স্টককে নিষিদ্ধ করেছে বাজার নিয়ন্ত্রক সংস্থা (SEBI)।


ABP Ananda


এখন থেকে ভারতের শেয়ার বাজারে ট্রেডিং করতে পারবে না Bharat Global Developers Share।


ABP Ananda


এই নিষিদ্ধকরণের পাশাপাশি ৪৭ জন ব্যক্তিকে এই স্টকে বিনিয়োগ করতে নিষেধ করছে বাজার নিয়ন্ত্রক সংস্থা।


ABP Ananda


সেবির তরফে বলা হয়েছে, আগামী দিনে এই স্টক সম্পর্কে ছাড়পত্র না দেওয়া পর্যন্ত এই শেয়ার নিষিদ্ধ থাকবে।


ABP Ananda


কোম্পানির প্রোমোটার বা মালিকরা এই স্টক কিনতে, বিক্রি করতে বা স্টকে লেনদেন করতে পারবেন না।


ABP Ananda


এমনকী এই স্টক পরোক্ষেও বাজারে লেনদেন করা যাবে না। ১৬ ডিসেম্বর এই স্টক সম্পর্কে নির্দেশ করেছে সেবি


ABP Ananda


এই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ ও সন্দেহজনক আর্থিক লেনদেনের বিষয় প্রকাশ্যে আসতেই এই ব্যবস্থা নিয়েছে সেবি।


ABP Ananda


২০২৩ সালে নভেম্বরে এই স্টকের দাম ছিল ১৬টাকা ১৪ পয়সা। যা ২০২৪ সালের ২৮ নভেম্বরে ১৭০২ ৯৫ টাকা হয়েছে।


ABP Ananda


এই দুরন্ত গতি সেবির মনে সন্দেহের জন্ম দেয়। শেয়ারে কোনও ধরনের কারচুপি হচ্ছে কিনা তা নজর দিতে শুরু করে সেবি।