১০ অঙ্কের প্যান নম্বর আপনার সম্পর্কে কী কী তথ্য জানায় ?

Published by: ABP Ananda
Image Source: X Handle

দেশের প্রতিটি করদাতা নাগরিকের প্যান কার্ড থাকাটা আবশ্যক।

Image Source: X Handle

এই প্যান কার্ডে থাকা ১০টি অঙ্ক আপনার সম্পর্কে কিছু তথ্য জানায়।

Image Source: X Handle

আপনি কি জানেন এই ১০ অঙ্কের প্যান নম্বরের আসল অর্থ কী ?

Image Source: Pixabay

প্যান হল একটি মৌলিক স্বতন্ত্র নির্ণায়ক বা চিহ্নিতকারক নম্বর যা ব্যক্তির সমস্ত আর্থিক লেনদেনের তথ্য রাখে।

Image Source: Getty

প্যান নম্বরের প্রথম তিনটি অঙ্কে থাকা অক্ষর একটি অ্যালফাবেটিক সিরিজ বোঝায় AAA থেকে ZZZ পর্যন্ত।

Image Source: Getty

চতুর্থ অক্ষরটি প্যান কার্ডহোল্ডারের তথ্য দেয়, সে ব্যক্তি, কোম্পানি, ট্রাস্ট, কোনও সরকারি সংস্থা না অন্য কিছু।

Image Source: Getty

পঞ্চম অক্ষরটি আপনার পদবির প্রথম অক্ষর হিসেবে থাকে। সংস্থার ক্ষেত্রে তাদের শেষ নামের আদ্যক্ষর।

Image Source: Freepik

আর এরপরে ৪টি সংখ্যা থাকে ০০০১ থেকে ৯৯৯৯-এর মধ্যে।



সবশেষে থাকে একটি অক্ষর যাকে আলফাবেটিক চেক ডিজিট বলে।