কর্পূর পুজো আচ্চার কাজে ব্যবহৃত হয়। তবে এছাড়াও কর্পূরের হাজারো গুণ।



একটি কর্পূর ট্যাবলেট একটি ছোট জল ভরা পাত্রে রাখুন ।



মশা তাড়াতে দারুণ কাজ করবে এই টোটকা।



কর্পূরের গন্ধ মশা একেবারেই সহ্য করতে পারে না।



মশা মারার কয়েলের ধোঁয়া ক্ষতিকারক। অনেকেরই অস্বস্তির হয়।



তার পরিবর্তে বাড়িতে কর্পূর জ্বালিয়ে রাখতে পারেন।



সন্ধেয় কর্পূর ও ধুনো একসঙ্গে জ্বালালে মশার উৎপাত থেকে মুক্তি পাবেন।



১৫-২০ মিনিটের মধ্যেই কর্পূর জ্বালানোর উপকার পাবেন।



কর্পূর ল্যাভেণ্ডার, তুলসি বা নিম তেলের সঙ্গে মিশিয়ে জামায় লাগিয়ে রাখতে পারেন।