Image Source: pixabay.com

অ্যালঝাইমার্স বা স্মৃতিভ্রংশের সমস্যা কি শুধুই বয়স বাড়লে দেখা দেয়? নাকি কম বয়স থেকেই শুরু হয় এই সমস্যার?

Image Source: pixabay.com

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অ্যালঝাইমার্স বা স্মৃতিভ্রংশের সমস্যা শুরু হতে পারে বয়স কুড়ি পেরোলেই

Image Source: pixabay.com

বেশিরভাগ মানুষই ততটা খেয়াল করেন না বা এড়িয়ে যান, কারণ, বেশিরভাগ মানুষেরই ধারণা এই সমস্যা দেখা দেয় বেশি বয়সে

Image Source: pixabay.com

কম বয়সে এই সমস্যার লক্ষণগুলি দেখে চিকিৎসা শুরু করলে স্মৃতিভ্রংশের সমস্যা সারিয়ে তোলা সম্ভব

Image Source: pixabay.com

কম বয়সে স্মৃতিভ্রংশের সমস্যায় বেশিরভাগ মানুষই নজর দেন না, কারণ, এই সময়ে মানসিক স্বাস্থ্য নিয়ে খুব বেশি জানাও থাকে না

Image Source: pixabay.com

অবসাদ, উদ্বেগজনিত সমস্যার সঙ্গে স্মৃতিভ্রংশের সমস্যার পার্থক্য করতে পারেন না বহু মানুষ

Image Source: pixabay.com

বিশেষজ্ঞদের মতে, কম বয়সে স্মৃতিভ্রংশের সমস্যা খুব বেশি ভুলে যাওয়ার সমস্যা নয়, তাঁদের মধ্যে অনেক বেশি আচরণের সমস্যা কিংবা ভাষার সমস্যা দেখা দেয়

Image Source: pixabay.com

কম বয়সে অ্যালঝাইমার্সের সমস্যা দেখা দিলে বহু মানুষ অবসাদ, উদ্বেগজনিত সমস্যা, স্ট্রেস এবং আরও অনেক মানসিক সমস্যায় ভোগেন

Image Source: pixabay.com

তাই যদি কখনও কারও স্বাভাবিক আচরণ কিংবা ব্যবহারে সামান্য পরিবর্তনও নজরে পড়ে,

Image Source: pixabay.com

যদি কারও মেজাজ দ্রুত পরিবর্তন হওয়া নজরে পড়ে, তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার