Image Source: Pexels

আকারে ছোট কিন্তু গাড়ির জন্য ভীষণ প্রয়োজনীয় উইন্ডশিল্ড ওয়াইপার।

Image Source: Pexels

বর্ষাকালে বা বৃষ্টির সময় গাড়ি চালাতে অপরিহার্য এটি।

Image Source: Pexels

ফলে গাড়ির অন্যান্য জিনিসের সঙ্গেই এরও যত্ন নেওয়া বাধ্যতামূলক। কী কী খেয়াল রাখতে হবে?

Image Source: Pexels

ওয়াইপারের গায়ে একটি রাবারের আস্তরণ থাকে। সেটি ঠিক আছে কিনা দেখতে হবে।

Image Source: Pexels

রাবারের আস্তরণ ক্ষয়ে গেলে উইন্ডশিল্ডের সঙঅগে ধাক্কা লেগে আওয়াজ হয়।

Image Source: Pexels

দীর্ঘ ব্যবহারে ওয়াইপার অনেকসময় ঢিলে হয়ে যায়। তাহলে বৃষ্টিতে কাজ ঠিকমতো হয় না।

Image Source: Pexels

যে স্ক্রু-এর মাধ্যমে ওয়াইপারের দন্ডটি লাগানো থাকে, নির্দিষ্ট সময় অন্তর সেটি ঠিক রয়েছে কিনা দেখতে হবে।

Image Source: Pexels

ওয়াইপারও সাফ করতে হবে। মাসে অন্তত একবার ঠিকমতো সাফ করা প্রয়োজন।

Image Source: Pexels

কড়া রোদে রোজ গাড়ি দাঁড় করিয়ে রাখলে ওয়াইপার ব্লেড ও তার রাবার ক্ষতিগ্রস্ত হয়। রোদে দাঁড়ালে কোনও কিছুর আড়ালে রাখা উচিত।