মোটোরোলা 'জি' সিরিজের নতুন ফোন মোটো জি৩২ ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১২,৯৯৯ টাকা। এই একটিই র্যাম ও স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হয়েছে মোটো জি৩২। মোটোরোলার এই ফোন একটি IP52 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। মিনারেল গ্রে এবং সাটিন সিলভার- এই দুই রঙে পাওয়া যাবে মোটোরোলার নতুন ফোন। আগামী ১৬ অগস্ট থেকে শুরু হবে এই মোটো জি৩২ ফোনের বিক্রি। মোটো জি৩২ ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং অন্যান্য প্রথম সারির অফলাইন দোকান থেকে। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে মোটো জি৩২ ফোন কিনলে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে। এর ফলে মোটো জি৩২ ফোনের দাম হবে ১১,৭৪৯ টাকা। মোটো জি৬২ ৫জি ফোনও লঞ্চ হতে চলেছে ভারতে।